সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে পটুয়াখালীতে স্মরণ সভা

পটুয়াখালী প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫০
ছবি: যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন মোঃ কবির হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় অনান্যদের মধ্যে পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর মোঃ ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, গন অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম লিটু, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মোশারেফ হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় আন্দোলনে আহতরা এবং নিহতদের স্বজনরা আন্দেলনে অংশ গ্রহন ও তখনকার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। এ সময় পুরো মিলনায়তনে এক অবেগঘন পরিবেশ তৈরী হয়। আমন্ত্রিত অতিথীদের অনেকেই চোখের জল আটকে রাখতে পারেনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার মোট ২৪ জন শহীদ হয়েছেন। এ ছাড়া আন্দোলনে অংশ নিয়ে অনেকেই আহত হয়েছে। স্মরণসভায় এসব আহত ও নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক।

স্মরণ সভা শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে