শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪৮
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তিট পরিচয় জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম।

স্থানীয়রা এবং আহতরা জানায়, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড চৌদ্দগ্রাম বাজার ও ফকিরবাজারের উদ্দেশ্যে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকামেট্রো-ব-১৪-৫৫৫৪) পথিমধ্যে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটি ধুমড়ে মুচড়ে গেলে আহত হন ভুন, তরুণ, সম্পন্ন ও জাহিদুল হকসহ অজ্ঞাতনামা আরও একজন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির(৫০) লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে