বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগঞ্জে হস্তান্তরের আগেই ফাঁটল ধরেছে মডেল মসজিদে

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯
রামগঞ্জে হস্তান্তরের আগেই ফাঁটল ধরেছে মডেল মসজিদে
ছবি: যায়যায়দিন

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা মডেল মসজিদের নির্মান কাজ সম্পন্ন হতে না হতেই মসজিদটির ভিতর এবং বাহিরের দেওয়ালসহ গুরুত্বপূর্ন অংশগুলো ফেটে চৌচির হয়ে গেছে। হস্তান্তর না হতেই ১৫কোটি ৫৮লাখ টাকা ব্যায়ে নির্মিত আধুনিক এ মসজিদটিতে এমন ফাটলের ঘটনায় স্থানীয়ভাবে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনা আর সঠিক তদারকির অভাবে এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

অন্যদিকে দিন যত গড়াচ্ছে মসজিদটিতে ফাটলের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় দায়িত্বপ্রাপ্ত এস.ও কে ম্যানেজ করে হস্তান্তর পূর্ব আস্তর, পুডিং আর রং দিয়ে রামগঞ্জ মডেল মসজিদটির ফাটল ঢাকার চেষ্টা অব্যাহত রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

গণপূর্ত বিভাগ ল²ীপুর জেলা অফিস সূত্র জানায়, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া ওয়াযের্ডর বকসী পাটোয়ারী বাড়ির অংশীদারগণ কতৃক ২০১৯ইং সনে ৩৯৮৩ দলিল মূলে দানকৃত ৪৩ শতক সম্পত্তিতে নির্মিত হয় তিন তলা বিশিষ্ট রামগঞ্জ মডেল মসজিদ। ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে সে মোতাবেক ২০১৯-২০ অর্থ বছরে ১৫কোটি ৫৮লাখ টাকা ব্যায়ে মসজিদটির নির্মান কাজ শুরু করে মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরবর্তী দুই বছরের মধ্যে মসজিদটি বুঝিয়ে দেওয়ার শর্ত থাকলেও তদারকির দায়িত্বে থাকা ল²ীপুর জেলা পি-ডবিøউ-ডি’র নির্বাহী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) জামাল উদ্দিনের তেমন তোড়জোড় না থাকায় মসজিদটির নির্মান কাজ সম্পন্ন হয় ২০২৫ইং সনের জানুয়ারীতে।

যা চলতি বছরের মার্চে রামগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনকে বুঝিয়ে দেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যেই মসজিদ ভবনটির ভিতর এবং বাহিরের দেওয়াল সহ একাধিক স্থানে দেখা দেয় ফাটল। বিষয়টি নজরে আসার সাথে ওই ফাটল গুলোর স্থান ভেঙ্গে তৎস্থানে নতুন আস্তর দিয়ে পুডিং এবং রংয়ের প্রলেপ অব্যাহত রাখে।

জেলা গণপূর্ত বিভাগ থেকে জানা যায়, ইতি মধ্যে মডেল মসজিদ নির্মান কাজ বাবদ ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে ৩টি বিলের মাধ্যমে পরিষদ করা হয়েছে ১১কোটি টাকা। মসজিদটি বুঝিয়ে দেওয়ার পর পরিশোধ করা হবে বাকি টাকা।

রামগঞ্জের মডেল মসজিদ হস্তান্তরের পূর্বেই এমন ফাটলের ঘটনার বৃত্তান্ত জানার জন্য পি-ডবিøউ-ডি’র ল²ীপুর জেলা অফিসে গিয়েও নির্বাহী প্রকৌশলী নাছিম আহম্মেদ টিটুকে পাওয়া যায়নি। এমনকি তার নির্ধারিত মোবাইল নাম্বারে বারংবার ফোন করার পরও রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া যায়নি।

তবে এ বিষয়ে মসজিদের নির্মান কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, ফাটল গুলো দেওয়ালের নয়, আস্তরের। কাজ করার সময় কোথাও বালির পরিমান বেশী হয়েছে। আবার কোথাও সিমেন্টের পরিমান কম হওয়াতে এমনটা হয়েছে। পানি কম দেওয়ার কারনেও এমনটা হতে পারে বলে মস্তব্য করেণ তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনালের প্রোফাইটর ইসতিয়াক আহম্মেদ জানান, মসজিদের নির্মান কাজ শেষ হয়েছে ৪/৫ মাস পূর্বে। মসজিদে ফাটলের ব্যাপারে তিনি জানান ওগুলো আস্তরের। যতটুকু সম্বভ আস্তর, পুডিং এবং রং দিয়ে ঠিক করে দেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ জানান, রামগঞ্জ মডেল মসজিদ আমাদের এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা ত্রæটিপূর্ণ মসজিদ বুঝে নেবোনা।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে