শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বোরহানউদ্দিনে টানা অভিযানে এক সপ্তাহে ৫ ইটভাটা বন্ধ

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ২১:০০
বোরহানউদ্দিনে টানা অভিযানে এক সপ্তাহে ৫ ইটভাটা বন্ধ
ছবি: যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে প্রশাসনের অনুমোদনবিহীন ইটভাটায় সাঁড়াশি অভিযানে ১ সপ্তাহে ৫ ভাটা বন্ধ করেছে। সোমবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি হাকিম রায়হান-উজ্জামান টবগী ইউনিয়নের এএইচটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ওই সময় প্রশাসন সংশ্লিষ্ট আইনে ইট ভাটা বন্ধ করে দেয়াসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে অনুমোদনবিহীন ইটভাটায় প্রশাসন অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার টবগী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. কামালউদ্দিনের মালিকানাধীন এএইচটি ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি হাকিম রায়হান-উজ্জামান কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

ওই সময় ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা নির্বাহি রায়হান-উজ্জামান জানান, এটা নিয়ে গত ১ সপ্তাহে ৫ অনুমোদনবিহীন ইটভাটা বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযানঅব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে