চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান নয়াহাট বাজারে মাদক সেবনে বাঁধা দেয়ায় ধারালো কাঁচি দিয়ে খুঁচিয়ে নুরুল হক (৫২) নামে এক পল্লী চিকিৎসককে খুন করা হয়েছে।
সোমবার (২৪মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের নয়াহাট কানুরাম বাজারে এই ঘটনা ঘটে।
নিহত পল্লী চিকিৎসক নুরুল হক পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি ৪ সন্তানের জনক, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাউজান ইউনিয়ন মজলিসে শুরা ও নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
এঘটনায় ঘাতক মাদকসেবি সজীব বড়ুয়া (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের খোকা বড়ুয়ার ছেলে।
এতেই ক্ষিপ্ত হয়ে দর্জির দোকান থেকে ধারালো কাঁচি নিয়ে পল্লী চিকিৎসককে ধাওয়া করে মাদকসেবি সজীব বড়ুয়া। একপর্যায়ে পল্লী চিকিৎসক নুরুল হককে ধরে ধারালো কাঁচি দিয়ে মুখে ও গলায় খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে সজীব বড়ুয়া।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পল্লী চিকিৎসক নুরুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস ছালাম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কলাউজান ইউনিয়ন সভাপতি মাষ্টার সৈয়দ আহমদ সিকদার জানান, নিহত পল্লী চিকিৎসক
এদিকে, পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নয়াহাট কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এই সময় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ঘটনার পেছনে কারো ইন্দন বা মদদ আছে কিনা তা খতিয়ে দেখতে দাবী তুলেন সকলে।
বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিয়ন সভাপতি ডাঃ ছিদ্দিক আহমদ সহ দায়িত্বশীলগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সৈয়দ আহমদ সিকদারসহ দায়িত্বশীলগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুলিশ, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। জনতার হাতে আটক ঘাতক সজীব বড়ুয়াকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নয়াহাট কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এই সময় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ঘটনার পেছনে কারো ইন্দন বা মদদ আছে কিনা তা খতিয়ে দেখতে দাবী তুলেন সকলে। ওসি ২৪ ঘন্টার মধ্যে ঘটনার ক্লু উদঘাটন করে জড়িত আসামীদের আটক করার কথা বললে বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।
যাযাদি/ এমএস