রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নববর্ষে আবাসিক হোটেলে পুলিশের হানা, নারীসহ গ্রেপ্তার ১৮

সিলেট অফিস
  ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০০
আপডেট  : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৭
নববর্ষে আবাসিক হোটেলে পুলিশের হানা, নারীসহ গ্রেপ্তার ১৮
ছবি: যায়যায়দিন

সিলেট নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৮ জন গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ১৪ এপ্রিল তাদের গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খাঁনের নেতৃত্বে ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর সার্বিক তত্বাবধানে এসএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগের টিম সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, ১। কাওসার হোসেন (২৮), ২। মোঃ ফারুক(৪৫), ৩। মোঃ আলী (২৭), ৪। উজ্জল আহমদ(২৩), ৫। শুভ আহমেদ(২০), ৬। মারুফ খান (২০), ৭। আঃ মজিদ (৩৫), ৮। রিমন(২৪), ৯। মোঃ রাসেল (৩০), ১০। আল আমিন আহমদ (২৪), ১১। হাসেম (২৭), ১২। মতিউর রহমান(৩২), ১৩। রাফি (২২), ১৪। তিশা আক্তার (৩০), ১৫। রুমা খাতুন (২২), ১৬। কেয়া মনি (২৬), ১৭।জান্নাতুল ফেরদৌস(২৬), ১৮। নিলুফা(২৭)।

এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে