শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ধুনটে বিএনপি নেতা ও আইনজীবী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৬
ধুনটে বিএনপি নেতা ও আইনজীবী গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও তার ছোট ভাই আইনজীবী এ্যাড. রাজ্জাকুল কবির বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকালে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের রমজান আলীর ছেলে।

থানাসূত্রে জানা যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকুচি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুতের বিরুদ্ধে তার বাবার দায়েরকৃত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে