বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ২০:৪৪
দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ শরীফ আলী (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামের হেকমত আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ দুর্গাপুর উপজেলার পালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। সেসময় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে অবৈধ অস্ত্র নিয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিলেন।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালি বাজারে মিঠুন নামের এক ব্যক্তির বাঁশের আড়তের সামনে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তখনই তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তার কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় দুর্গাপুর থানায় তাকে হাজির করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে