"এসো দেশ, বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে' টেকনাফে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা দলকে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক সৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
একই সাথে উপস্থিত সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে, পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহেদ মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহীর পরিচালক জাহাঙ্গির আলম, উপজেলা ক্রীড়া সংস্থা সাবেক সা. সম্পাদক ফরহাদুর জামান, জামাল হোছাইন, ফয়াছ মেম্বার, জেলা অনুবর্ধ ১৭ ফুটবল দলের কোচ কামাল, সাংবাদিক আশিক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন ভুলু, আব্দুস সালাম, মো. আরাফাত সানি সহ বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, টেকনাফের খেলোয়াড়দের জন্য যেকোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। পাশাপাশি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের করে খেলা উপযোগী সুন্দর পরিবেশ তৈরি করব, এতে সকলের সহযোগিতা প্রয়োজন।