আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় পুলিশ সপ্তাহে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪ (আইজিপি) পুরস্কার পেলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
সোমবার বিকালে পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক- স্নাতকোত্তর শেষ করে ৩১ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পুলিশের বিভিন্ন অবদানের জন্য বাংলাদেশ পুলিশ ও র্যাব ২৬৮ জনকে আইজিপি ব্যাজ দেয়া হয়।