বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‌‘তোমার মহারানী তানিয়াকে নিয়ে ভালো থেকো’- চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৫
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৫
‌‘তোমার মহারানী তানিয়াকে নিয়ে ভালো থেকো’- চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে ভেতর দিয়ে লাগানো কক্ষ থেকে তানজিলা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের পাশে প্রেমিককে লেখা একটি চিরকুটও পাওয়া গেছে।

শনিবার মধ্যরাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বহুতল ভবনের দোতলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত তানজিলা আক্তার (২৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে। তিনি পাশের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

বাড়ির মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েক মাস আগে তিনি এই বাসায় ভাড়া নিয়ে থাকতেন।মাঝেমধ্যে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। নাম মাসুদ। তবে এখন স্বজনরা বলছে,তাঁর স্বামী নেই।’

লাশের পাশে পড়ে থাকা চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না।

কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন, ‘ খবর পেয়ে ভেতরের লক ভেঙে ওই পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে