বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনকে পুনরায় সভাপতি (দৈনিক যায়যায়দিন, ডেইলী নিউ এজ ও দৈনিক চাঁদনী বাজার) এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক করে (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক আলোকিত সকাল) ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে সাংবাদিক ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের সময়), যুগ্ন সাধারণ সম্পাদক পদে রবিউল হাসান (দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক মুক্ত সকাল), দপ্তর সম্পাদক পদে জুয়েল রানা (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ, (দৈনিক সেরাবার্তা), কোষাধক্ষ্য রিহানুল হক রিকো (দৈনিক সকালের সময়), কার্যনির্বাহী সদস্য ফিজু আকতার (অনুসন্ধানবার্তা), শাহ আলম জীবন (দৈনিক উত্তরকোণ), রবিউল ইসলাম রবি (দৈনিক আজকের বাংলাদেশ), মারুফ হাসান (দৈনিক যমুনা প্রতিদিন) মনোনীত হয়েছেন।