ফেনীর ফুলগাজী উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮মে) বিকাল ৫টায় তিনি বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।