যশোরের শার্শায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ফারুক হোসেন (৪০) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শার্শা উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানকালে শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক এসব স্থানে গিয়ে অবৈধভাবে মাটি,বালু কাটা ও বিক্রির অপরাধে অভিযুক্তদের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে ।