ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলোচিত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক ওরফে রাজ্জাক ডাকাতকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ মে) বেলা ১১টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকার কয়েক’শ লোক অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আফজালুর রহমান তাপস, আক্তারুজ্জামান ফেলু, সৈয়দ হাসিব হাসান, এডভোকেট রায়হানুর রশীদ, আলহাজ¦ আব্দুল গনি, ইউসুফ আলী, সুলতান মাহমুদ, আজিজুর রহমান, মিজানুর রহমান, আব্দুল হান্নান সরকার, মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রায়থোরা গ্রামের এই রাজ্জাক ডাকাত এক সময় ভূমিহীন ছিল। বিগত সরকারের সময়ে ডাকাতি থেকে শুরু করে, মাদক ব্যবসা, ভূমি দখলসহ নানা অপকর্ম করে কোটি কোটি টাকার মালিক বনে যায়। এক সময় সে এবং তার ভাই কিডনাপ ও ডাকাতির সাথে জড়িত ছিল। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধ অর্থ ও প্রভাব খাটিয়ে এক সময় সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হন। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোট ডাকাতি করে ইউপি মেম্বার নির্বাচিত হন। ফেসিস্ট সরকারের পতনের আগ পর্যন্ত এলাকায় একচ্ছত্র প্রভাব খাটিয়ে বহু মানুষের জায়গাজমি দখল করে। বহুলোকের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। গ্রামের গভীর নলকূপটিসহ জোরপূর্বক দখল করে নিয়েছে।
সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে জেলে গেলেও কৌশলে ৪০দিন হাজত খেটে জেল থেকে জামিনে বের হয়ে এসে আবার এলাকায় সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
মানববন্ধন থেকে তাকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়েছে।