শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৪:৩৮
দুর্গাপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার বিকেলে সূসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে কুমার দীজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় সূসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ চন্দ্র সাহা। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাহা, শিক্ষক আবু সাঈদ,প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সময় সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি শফিউল আলম স্বপন,কবি আবুল বাশার,কবি জীবন চক্রবর্ত্তী, কবি দুনিয়া মামুন, সংগঠনের সদস্য মোস্তফা জামান আব্বাস, সমাজসেবক ইয়াহিয়া, সংস্কৃতি কর্মী আল-আমীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর কাদের, নির্বাহী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বাঙালির প্রাত্যহিক জীবনের সবকিছুর সঙ্গেই একটু একটু করে মিশে আছে রবীন্দ্রনাথ। বাঙালি জীবনে যত ভাব-বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে।

আলোচনা শেষে রাতে কবি শফিউল আলম স্বপনের পরিচালনায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে