শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টঙ্গিবাড়ীতে ওয়াকফাকৃত মসজিদ ভাঙচুর, থানায় অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৮:০৯
টঙ্গিবাড়ীতে ওয়াকফাকৃত মসজিদ ভাঙচুর, থানায় অভিযোগ
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ওয়াকফাকৃত মসজিস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে মসজিদ কমিটির মোত্তাওয়ালি মনোনয়ন হোসেন বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় আব্দুস ছালাম মাতবর, ডিএম সামসুদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, কামাল হোসেন, আবু বক্কর সিদ্দিক, আকবর হোসেন, জহিরুর ইসলাম আফজাল হোসেন, মো: শুভ সহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে একটি অভিযোগ করেন ।

জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ৫নং ওর্য়াড ভাটনিসার গ্রামের মেইন রাস্তার পূর্ব পাশে মনোয়ার হোসেন গংরা ভাটনিসার মৌজার আর এস ৩১ দাগের ৪.৩৮ শতাংশ জমি ওয়াকফা করে মসজিদ নির্মাণ করা হয় ।

মসজিদটি বাঁশ কাঠ দিয়ে অবকাঠামো নির্মাণ করে। গত ৭ এপ্রিল বিকাল ৩টায় অভিযোগের উক্ত আসামিরা প্রকাশে দাঁড়ালো দা, কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে দেয় । রাস্তার পাশে মসজিদের দানবাক্স কুড়াল দিয়ে কুপিয়ে ভাঙচুর করে দানকৃত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। যাহার ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা ।

মসজিদ মোত্তাওয়ালি মনোয়ার হোসেন জানান, বায়তুল আউয়াল জামে মসজিদের জমিটি আমরা ওয়াকফা করে দেই । পরে ১৭ সদস্য মসজিদ কমিটি গঠন করা হয় । আমরা মসজিদের জন্য জমিটি ওয়াকফা করার পর থেকে আসামিরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যাতে করে এখানে মসজিদ নির্মাণ করতে না পারে। বিষয়টি স্থানীয় এলাকাবাসী সবাইকে অবগত করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে