রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কসবায় টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ২০:২৪
কসবায় টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকবপুর এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১০ মে) বিকাল ৫:৩০ টায় উপজেলার মান্দারপুর ও হাতরাবাড়ি থেকে আগত তিন যুবক সাইফুল ইসলাম (২২), রাকিব (২৪) এবং রিমন (২৬)—আকাবপুর এলাকায় বসে বিয়ার সেবনের সময় হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযুক্ত তিনজনের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদক সেবনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম।

স্থানীয় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদকসেবীদের আস্তানা ভেঙে পড়বে এবং যুব সমাজ রক্ষা পাবে ভয়াবহ মাদকের থাবা থেকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে