মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নলডাঙ্গায়  বিএনপির নেতাদের নামের অপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৯:৫৮
নলডাঙ্গায়  বিএনপির নেতাদের নামের অপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ছবি : যায়যায়দিন

নাটোরের নলডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-০২ আসনের ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি'র মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি সহ নাটোরের ত্যাগী নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোত্তালেব বাবলু,সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাজু মৃধা,খাজুরা ইউনিয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম,সাবেক সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ভুট্রু,পিপরুল ইউনিয় বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম হুমায়ন,সাবেক সাধারন সম্পাদক মিঠুন দেব,বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাম তালুকদার,সাবেক সাধারন সম্পাদক আব্দুল গনি,উপজেলা যুবদলের আহবায়ক মামুন খাঁন, প্রমুখ।

1

এসময় সমাবেশে বক্তারা বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুল ও তার তার সহধর্মী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবী জানান।বক্তারা আরো বলেন ত্যাগী ও জনপ্রিয় নেতা কর্মিদের সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বিগত ১৭ বছর যাদের আমরা রাজপথে দেখিনি কিন্তু এখন তারা বড় বড় কথা বলছে এবং ফ্রেসবুকে নানা অপপ্রচার চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে