বরিশালের উজিরপুর উপজেলায় একদিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার ওটরা ইউনিয়ন ও চকমান এলাকায় পৃথক এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়ির লিটন হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৭)-এর ঝুলন্ত মরদেহ নিজ বসতঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এর কিছু সময় আগে, ভোর সাড়ে ৫টার দিকে একই উপজেলার চকমান ৩ নম্বর ওয়ার্ডের ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা আক্তার (১৫)-এর মরদেহও নিজ ঘরে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, একই দিনে দুই কিশোর-কিশোরীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।