বাগেরহাটের মোল্লাহাটে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা- ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউনএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
মেলাকে ঘিরে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলা চত্বরে ঘুরে এসে মেলা প্রাঙ্গণে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির গুরুত্ব, কৃষকদের অভিযোজন কৌশল এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোকপাত করা হয়।
অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক মাহামুদুল হক, মাসুদ মীর, উপজেলা স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় কৃষি প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন স্টল স্থান পায়, যেখানে পরিবেশবান্ধব এবং জলবায়ু সহনশীল চাষাবাদের উপকরণ ও প্রযুক্তি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।