শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৫, ১৫:৩৯
সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
সালথায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী: ছবি যায়যায়দিন

ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নটখোলা ও বাসুয়ারকান্দী গ্রাম এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর (২০) ও গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মফিজ মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলা সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুব্বরকে ৮০ পিস ইয়াবা টেবলেটসহ আটক করা হয়। এ ছাড়াও একই রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি গ্রাম এলাকা থেকে আরিফ মোল্যাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত উভয়কে শনিবার সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে