জনগণের অধিকার প্রয়োগের সুযোগ দিন দেখবেন জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভূল করে না। জনগণই সিদ্ধান্ত নিবে আগামীতে দেশ পরিচালনার দ্বায়িত্ব তারা কাকে দিবে।
আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রাস্ট্র কাঠামো বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
রোববার (৩০ জুন) দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার, হাকিমপুর উপজেলা কমিটির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল,হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী, মুশফিকুর চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬ ওয়ার্ডে ২শ করে ফরম বিতরণ করা হয়েছে।