নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মৎসজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রবিবার উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি প্রধান কার্যালয়ে এ সভা হয়। রূপগঞ্জ থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম বাদল মাস্টার।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ শহিদ প্রধান। উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা মৎসজীবী দলের সহ সভাপতি ইব্রাহিম ইসলাম রানা, সহ সাংগঠনিক সম্পাদক সজিব মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন মৎসজীবী দলের সহ সভাপতি মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিরোসহ আরো অনেকে।