সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাজিবপুরে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর বিশেষ আয়োজন 

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১১:২১
আপডেট  : ০৭ জুলাই ২০২৫, ১১:২৪
রাজিবপুরে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর বিশেষ আয়োজন 
কুড়িগ্রামের রাজিবপুরে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধের বিশেষ দোয়া করেছে নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী-যাযাদি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধের বিশেষ দোয়া করেছে নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী।

এসময় ভাঙনের হাত থেকে রক্ষায় বিশেষ মোনাজাতও করা হয়।

রোববার (৬জুলাই) উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারি ও বল্পব পাড়া এলাকার নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙন কবলিত এলাকার লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।

প্রায় ঘন্টাব্যাপী দোয়ায় ইউনুস পরা হয় ,

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম - ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,জামায়াতের আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল হাই সরকারসহ রাজিবপুর উপজেলার সর্বস্তরের মানুষ।

এসময় স্বপ্ন পরিসরে আলোচনার সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কোদালকাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাইকান্টারী ও বল্লব পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরও শতশত বসতবাড়ি সহ সরকারি বেসরকারি ব্যবস্থাপনা। নদী ভাঙ্গনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে।

বক্তারা তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে