সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বারহাট্টায় ৭০ হাজার টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১১:৩২
বারহাট্টায় ৭০ হাজার টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ 
নেত্রকোনার বারহাট্টা উপজেলায়  অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩ টি চায়না দুয়ারি জাল ও ৫ টি কারেন্ট  জব্দ-যাযাদি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩ টি চায়না দুয়ারি জাল ও ৫ টি কারেন্ট জব্দ করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: কামরুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম হোসেন সহ বারহাট্টা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি চায়না দুয়ারী ও ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

যেগুলোর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।তিনি আরও জানান দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি জন্য প্রকৃতিক জলাশয়ে নিষিদ্ধ জালের বিরদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে