বড় আশা করে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষ করে তা বিক্রি করে আসছিলেন শরিফুল ইসলাম (৪২)। কিন্তু তার এ আশায় গুড়ে বালি। বাগানের মধ্যে গাঁজা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত শরিফুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। এ সময় তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়। যেগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি। এই গাঁজার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস ও এএসআই নূরনবী সরকার সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।
এস আই রিপন কুমার দাস জানান, শরিফুলের বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি গোপনে চাষাবাদ করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শরিফুলকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।