মিশুক, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিকশা (রেজি: নং-ময়মন-০১৯) শ্রমিক ইউনিয়নের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা শাখায় আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে শ্রমিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে মো. শরিফুল ইসলাম রুবেলকে সভাপতি ও এ.কে.এম. মোজাম্মেল হক রয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে অন্যরা হলেন- কার্যকরি সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি এসফেন দিয়ার তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আরিফুল হক, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহেদুজ্জামান মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক এখলাস উদ্দিন, কোষাধক্ষ্য মো. রুহুল আমিন, দপ্তর সম্পাদক এ.কে.এম. রাজিবুল হক রাজিব ও প্রচার সম্পাদক সিদ্দিক মিয়া।