বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেছে।
রোববার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসিবের পরিবার এই দাবি তোলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ হাসিবের বড় চাচা তোতা মিয়া ঢালী।
তিনি জানান, শহীদ হাসিবের বাবা দেলোয়ার ঢালী প্যারালাইসিসে আক্রান্ত একজন শারীরিক প্রতিবন্ধী। তার দেখভাল করেন হাসিবের বৃদ্ধ দাদি, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। তোতা মিয়া ঢালী বলেন, “আমরা অধিকাংশ সরকারি সাহায্য পাইনি। আমাদের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে, যদিও হাসিব দেশের ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।”এখনো পর্যন্ত সরকারি ও জুলাই ফাউন্ডেশন কোন অনুদান পাওয়া যায়নি। সকল শহীদরা এই অনুদান পেল শহীদ হাসিব এর পরিবার এখনো পায়নি এবং সরকার থেকে প্রত্যেক শহীদের একটি বাড়ি করে দেওয়ার কথা থাকলেও তাও শহীদ হাসিবের পরিবারকে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনটি হাসিবের নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শহীদ হাসিবের মেজ চাচা আতাউর ঢালী, শহীদ হাসিবের দাদি সিরাতুন্নেছা,শহীদ হাসিবের প্রতিবন্ধী বাবা দেলোয়ার ঢালীসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।