সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১৩:৩৩
শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক-যাযাদি

আজ গভীররাতে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল ও নোহাটা গ্রামে পৃথক দুইটি স্থানে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩টি বিদেশী রিভলবার,১১ রাউন্ড তাজা গুলি,দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু(৫৭) ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান টিটো নামে দু’জনকে আটক করা হয়েছে।

শরিফুল ইসলাম সাচ্চু তারাউজিয়াল গ্রামের মৃত রাহেন উদ্দিন মিয়ার পুত্র ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার পুত্র, প্রাক্তন আওয়ামীলীগ কর্মী,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড়ভাই এবং একটি হত্যা ও নাশকতা মামলার পালতক আসামী ।

মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার পুত্র,আওয়ামীলীগ কর্মী,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড়ভাই, হত্যা ও নাশকতা মামলার পালতক আসামী মিজানুর রহমান টিটো দীর্ঘদিন যাবৎ পালাতক থাকার পর ওইরাতে সে তার বাড়িতেই অবস্থান করছেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও দেশীয় অস্ত্র রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার(৭ জুন) রাত অনুমান ২’টার দিকে টিটোর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টীম অভিযান পরিচালনা করেন ।

অভিযানকালে টিটোকে আটকপূর্বক তার বাড়িতে তল্লাশী করে ২টি রিভলবার, ৮ রাউন্ড তাজা গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ।

এরপরই টিটোর জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী তারাউজিয়াল গ্রামের বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে রাত অনুমান ৩’টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। সাচ্চুর বাড়িতে অভিযানকালে তার ঘর তল্লাশী করে ১’টি চায়না তৈরী বিদেশী রিভলবার, ৩’রাউন্ড তাজা গুলি তাকে আটক করা হয় ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, আটককৃত নোহাটা গ্রামের মিজানুর রহমান টিটো ও তারাউজিয়াল গ্রামের শরিফুল ইসলাম সাচ্চুকে উল্লেখিত আগ্নেয়াস্ত্রসহ থানায় বুঝে দেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে