সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আদমদীঘিতে বিভিন্ন মামলায় আটক ১৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১০:২৩
আদমদীঘিতে বিভিন্ন মামলায় আটক  ১৭
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকুত আসামীরা । ছবি: যায়যায়দিন

আদমদীঘিতে এনআইএ্যাক্ট মামলা, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুই দিনে ১৭জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এনআই এ্যাক্ট মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের ডলি বিবি, চাটখইর গ্রামের আব্দুর রশিদ, কুন্দগ্রামের আজাহারুল ইসলাম, তারাপুর গ্রামের একরামুল হক আকরাম ও সিআর মামলায় কুসুম্বী গ্রামের বিদ্যুত মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত শুক্রবার রাতে বিভিন্ন মামলা আরো ১২ জনসহ দুই দিনে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, সকল আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে