আদমদীঘিতে এনআইএ্যাক্ট মামলা, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুই দিনে ১৭জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এছাড়া গত শুক্রবার রাতে বিভিন্ন মামলা আরো ১২ জনসহ দুই দিনে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, সকল আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।