মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আরেকটা স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বললেন মমতা

যাযাদি ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০
আরেকটা স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বললেন মমতা

ভারতের জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে আরেকটা স্বাধীনতা আন্দোলন করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবসের এক অনুষ্ঠানে এনআরসি প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ

মমতা বলেন, 'তৃণমূল কংগ্রেস আরেকটা স্বাধীনতার আন্দোলন করবে। আপনারা প্রস্তুত থাকুন।' মমতা আরও বলেন, 'স্বাধীনতার ৭২ বছর পর হঠাৎ নাগরিকত্ব নির্ধারণ করা যায় না, এনআরসি আমি মানি না। নাগরিক তালিকায় যদি জানা যায়, নাগরিকরা ভুয়া, তাহলে তো এদের ভোটে জেতা সরকারও ভুয়া, মোদিও ভুয়া, তার সরকারও ভুয়া।'

চলতি বছরের ৩১ আগস্ট অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন। সম্প্রতি ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাহরাগোড়ায় এক জনসভায় দেওয়া ভাষণে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, '২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সারা ভারতে এনআরসি করা হবে এবং প্রত্যেকে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে