logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৮ মে ২০২০, ০০:০০  

করোনায় নেপালে প্রথম মৃতু্য

নেপালে করোনাভাইরাসে প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একজন নবজাতকের মা। রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এখন নবজাতকসহ তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যেখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানুয়ারিতে। দ্বিতীয় রোগী শনাক্তের পরপরই গত ২৪ মার্চ থেকে দেশটি লকডাউনে চলে যায়। এখন পর্যন্ত দেশটিতে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। সংবাদসূত্র : সিনহুয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে