মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০২ জুলাই ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
ক্রীতদাস

আমি কিংবদন্তির কথা বলছি

আবু জাফর ওবায়দুলস্নাহ

১. 'উচ্চারিত সত্যের' মতো স্বপ্নকে কী বলা যায়?

ক. গান

খ. কবিতা

গ. বিপস্নব

ঘ. যুদ্ধ

সঠিক উত্তর : খ. কবিতা

২. কবির পূর্বপুরুষ কী ছিলেন?

ক. দিনমজুর

খ. রাজনীতিবিদ

গ. চাকরিজীবী

ঘ. ক্রীতদাস

সঠিক উত্তর : ঘ. ক্রীতদাস

৩. কবির পূর্বপুরুষের পিঠে কী ছিল?

ক. রক্তজবার মতো ক্ষত

খ. পলিমাটির সৌরভ

গ. প্রবহমান নদী

ঘ. সূর্য়ের দীপ্তি

সঠিক উত্তর : ক. রক্তজবার মতো ক্ষত

৪. কী উনোনের আগুনে আলোকিত?

ক. দরজা

খ. কুপি

গ. রান্নাঘর

ঘ. জানালা

সঠিক উত্তর : ঘ. জানালা

৫. 'প্রবহমান নদী' বলতে কবিতাটিতে কী বোঝানো হয়েছে?

ক. স্রোতস্বিনী নদী

খ. স্বাধীন সমাজব্যবস্থা

গ. যুদ্ধক্ষেত্র

ঘ. সময়ের প্রবাহ

সঠিক উত্তর : খ. স্বাধীন সমাজব্যবস্থা

৬. 'আমি কিংবদন্তির কথা বলছি'- পঙ্‌ক্তিটিতে 'কথা' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. গালগল্প

খ. উপন্যাস

গ. স্বগতোক্তি

ঘ. কিসসা

সঠিক উত্তর : গ. স্বগতোক্তি

৭. যুদ্ধ কিসের প্রতীক?

ক. কল্যাণের

খ. প্রতিবাদের

গ. ন্যায়ের

ঘ. সন্ধির

সঠিক উত্তর : খ. প্রতিবাদের

৮. বর্ষার দিনে কাকে মনের গোপন কথা বলতে ইচ্ছা হয়?

ক. প্রণয়ীকে

খ. প্রেয়সীকে

গ. অনুরক্ত ব্যক্তিকে

ঘ. প্রিয়কে

সঠিক উত্তর : গ. অনুরক্ত ব্যক্তিকে

৯. স্বাধীনতার জন্য কী প্রয়োজন?

ক. পরিশ্রম

খ. টাকাপয়সা

গ. প্রতিকূল পরিবেশ

ঘ. চৈতন্য ও আত্মনির্ভরতা

সঠিক উত্তর : ঘ. চৈতন্য ও আত্মনির্ভরতা

১০. হিংস্র ও শিকারি জন্তু বোঝাতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি উচ্চারিত হয়েছে?

ক. অরণ্য

খ. শ্বাপদ

গ. উনোন

ঘ. কুপি

সঠিক উত্তর : খ. শ্বাপদ

১১. 'শ্বাপদ' শব্দটির সঠিক অর্থ কোনটি?

ক. সাপ

খ. সাপের মতো দেখতে

গ. হিংস্র জন্তু

ঘ. অভিশাপগ্রস্ত

সঠিক উত্তর : গ. হিংস্র জন্তু

১২. 'দীর্ঘদেহ পুত্রগণ' বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. বাঙালি জাতিকে

খ. কবির ভাইদের

গ. যুদ্ধযাত্রী সন্তানদের

ঘ. স্বাধীনতাকামী কবিতাপ্রিয় ছেলেদের।

সঠিক উত্তর : ক. বাঙালি জাতিকে

১৩. কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?

ক. রক্তজবার

খ. পলিমাটির

গ. শস্যদানার

ঘ. শ্বাপদের

সঠিক উত্তর : খ. পলিমাটির

১৪. 'আমি কিংবদন্তির কথা বলছি'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

র. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য

রর. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকথা

ররর. অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের কবিতা অংশটি পড়ে ১৫ ও ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও

আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি,

আমি বাংলার 'আল' পথ দিয়ে হাজার বছর চলি

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে

তেরোশত নদী শুধায় আমাকে, 'কোথা থেকে তুমি এলে?

১৫. উদ্দীপকে 'বাংলার আল পথ'-এর সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো-

র. ইতিহাসমনস্কতা

রর. ঐতিহ্যপ্রিয়তা

ররর. সংগ্রামশীলতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৬. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?

ক. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভু্যত্থান কবিতা

খ. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা

গ. আমি কিংবদন্তির কথা বলছি

ঘ. যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে

সঠিক উত্তর : গ. আমি কিংবদন্তির কথা বলছি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে