logo
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৫

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ১৭ জুলাই ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)
গাছের বৃদ্ধির জন্য -
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেয়া হলো

শূন্যস্থান পূরণ

১৪২। রান্নাঘরে বিষাক্ত - উৎপন্ন হয়।

উত্তর : কার্বন মনোক্সাইড

১৪৩। ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর - গ্যাস ব্যবহার করা হয়।

উত্তর : নাইটোজেন

১৪৪। মাটিকণার ফাঁকে ফাঁকে - থাকে।

উত্তর : বায়ু

১৪৫। অক্সিজেন ছাড়া - জ্বলে না।

উত্তর : আগুন

১৪৬। পর্বতের চূড়ায় - পরিমাণ কম থাকে।

উত্তর : অক্সিজেনের।

১৪৭। গাছের বৃদ্ধির জন্য - সার প্রয়োগ করা হয়।

উত্তর : ইউরিয়া

১৪৮। অগ্নিনির্বাপক যন্ত্রে - গ্যাস বিদ্যমান থাকে।

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৪৯। কার্বন মনোক্সাইড - গ্যাস।

উত্তর : বিষাক্ত

১৫০। কয়লা পোড়ানো বায়ুতে - অক্সাইড উৎপন্ন হয়।

উত্তর : সালফারের

১৫১। অ্যাসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য -।

উত্তর : ক্ষতিকর

১৫২। বোতলে কোমল পানীয়ের সঙ্গে - কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়।

উত্তর : উচ্চচাপে

১৫৩। বোতলে কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানোর ফলে - স্বাদ পাওয়া যায়।

উত্তর : ঝাঁজাল

১৫৪। যানবাহনের কালো ধোঁয়া - দূষিত করে।

উত্তর : বায়ু

১৫৫। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর চেয়ে -।

উত্তর : ভারী

১৫৬। - ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদু্যৎ উৎপাদন করা হয়।

উত্তর : বায়ুপ্রবাহকে

১৫৭। চিপসের প্যাকেটে - গ্যাস ব্যবহার করা হয়।

উত্তর : নাইট্রোজেন

১৫৮। উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে - গ্যাস নিয়ে যেতে হয়।

উত্তর : অক্সিজেন

১৫৯। কার্বন মনোক্সাইড গ্যাসটি -।

উত্তর : বিষাক্ত

১৬০। জ্বালানি পোড়ালে বায়ুতে - বাড়ে।

উত্তর : কার্বন ডাইঅক্সাইড

১৬১। - ব্যবহার করে বিদু্যৎ উৎপাদন কাজটি সম্পন্ন করা হয়।

উত্তর : বায়ুপ্রবাহকে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে