logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়   ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)

নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)
সরল টিসু্য
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়- ২

২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?

উত্তর :অস্থিকোষ

২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?

উত্তর : ৩ ধরনের

২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ?

উত্তর :পেশিকোষ

২৫। জাইলেম টিসু্যতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?

উত্তর :উড-প্যারেনকাইমা

২৬। সরল টিসু্য কত প্রকার?

উত্তর : ৩ প্রকার

২৭। পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে?

উত্তর : ট্রাকিড

২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সুচালো প্রান্তবিশিষ্ট?

উত্তর : ট্রাকিড

২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের?

উত্তর : ২ ধরনের

৩০। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের?

উত্তর :২ ধরনের

৩১। প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়?

উত্তর : প্রোক্যাম্বিয়াম

৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?

উত্তর : লিগনিন

৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?

উত্তর : নেটাম

৩৪। সিভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়?

উত্তর : সভপেস্নট

৩৫। স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিসু্যকে কী বলে?

উত্তর : বাস্ট ফাইবার

৩৬। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন টিসু্য থাকে?

উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য

৩৭। কোন টিসু্য মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিন্ডকে রক্ষা করে?

উত্তর : স্কেলিটার টিসু্য

৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিসু্য?

উত্তর : স্কোয়ামাস আবরণী টিসু্য

৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য কোথায় দেখা যায়?

উত্তর :শ্বসনতন্ত্রে

৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিসু্য কোন ধরনের?

উত্তর :কিউবয়ডাল আবরণী টিসু্য

৪১। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিসু্য থাকে?

উত্তর :স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে