logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

ইবিতে আন্তর্জাতিক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক সেমিনার
শিক্ষা জগৎ ডেস্ক য়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বিভাগের ২০৪ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সভাপতি মোহাম্মাদ জুলফিকার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেপালের কাঠমন্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. টেকনাথ ঢাকাল। তিনি সুশাসনের উপরে শিক্ষার্থীদের সামনে বিস্তর আলোচনা পেশ করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সামসুর রহমান, ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। এ ছাড়া বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মেদ আসাদুজ্জামান, অধ্যাপক সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী, ড. ফকরুল ইসলাম, ড. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে