logo
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১২ নভেম্বর ২০১৯, ০০:০০  

ফেনী ইউনিভার্সিটিতে কর্মশালা

ফেনী ইউনিভার্সিটিতে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুদ্দিন শাহ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমেদ প্রমুখ। দিনব্যাপী এই কর্মশালার দ্বিতীয় পর্বে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন গেস্নাব সফট ড্রিংকস লিমিটেডের সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার প্রিয়তোশ মুহুরী। কর্মশালায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী

অংশ নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে