logo
শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

জানার আছে অ নে ক কি ছু

জানার আছে অ নে ক কি ছু
কর্ণফুলী
প্রশ্ন: বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

উত্তর: কর্ণফুলী।

প্রশ্ন: শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?

উত্তর: ২৩০টি।

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কি.মি.)।

প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?

উত্তর: পদ্মা (দৈর্ঘ্য ৩৬৬ কি.মি.)।

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?

উত্তর: ব্রহ্মপুত্র।

প্রশ্ন: বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি?

উত্তর: যমুনা।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: নাফ নদী।

প্রশ্ন: নাফ নদীর দৈর্ঘ্য কত?

উত্তর: ৫৬ কি.মি.।

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: হাড়িয়াভাঙ্গা।

প্রশ্ন: ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে?

উত্তর: গঙ্গা।

প্রশ্ন: পদ্মা নদী মেঘনার সঙ্গে মিলিত হয়েছে কোথায়?

উত্তর: চাঁদপুর।

প্রশ্ন: বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?

উত্তর: হালদা ও সাঙ্গু।

প্রশ্ন: কাপ্তাই জলবিদু্যৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর: কর্ণফুলী নদীর উপর।

প্রশ্ন: কাপ্তাই জলবিদু্যৎ কেন্দ্র নির্মাণ হয় কবে ?

উত্তর: ১৯৬২ সালে।

প্রশ্ন: কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে ?

উত্তর: কর্ণফুলী নদীতে।

প্রশ্ন: মিয়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি ?

উত্তর: ৩টি (নাফ, সাঙ্গু ও মাতামুহুরী)।

প্রশ্ন: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কতটি?

উত্তর: ১টি (কুলিখ)।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে