logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

জা না র আ ছে অ নে ক কি ছু

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের উলেস্নখযোগ্য মুসলিম কবি কে কে?

উত্তর : আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুলস্নাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলির প্রধান অবলম্বন কী কী?

উত্তর : রাধাকৃষ্ণের প্রেমলীলা।

প্রশ্ন : অধিকাংশ বৈষ্ণব পদাবলি কোন ভাষায় রচিত হয়েছে?

উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : শাক্ত পদাবলির উলেস্নখযোগ্য কবি কে কে?

উত্তর : রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরাজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।

প্রশ্ন : মঙ্গলকাব্যের উপজীব্য কী?

উত্তর : ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যের উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : উলেস্নখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কী কী?

উত্তর : অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে