logo
সোমবার ২৭ মে, ২০১৯, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ক্রেইগ-র‌্যাচেলের ঘরে প্রথম সন্তান

ক্রেইগ-র‌্যাচেলের ঘরে প্রথম সন্তান
ড্যানিয়েল ক্রেগ ও র‌্যাচেল ভাইস
হলিউডের ‘জেমস বন্ড’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগ ও ‘দ্য মামি’-খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী র‌্যাচেল ভাইসের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান। দীঘর্ সাত বছরের দাম্পত্য জীবনের পর গত শনিবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। ৩ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

গত এপ্রিলে এক সাক্ষাৎকারে র‌্যাচেল জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা। সে সময় নিউইয়কর্ টাইমসকে র‌্যাচেল বলেন, ‘ড্যানিয়েল আর আমি খুব খুশি। আমাদের জীবনে একজন নতুন মানুষ আসছে। কী যে একটা কৌত‚হল আর রোমাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছি।’

ড্যানিয়েল ক্রেগ ও তার প্রথম স্ত্রীর সংসারে ২৬ বছর বয়সী এক মেয়ে আছে। আর র‌্যাচেল ওয়াইসের আগের সংসারে আছে ১২ বছর বয়সী এক ছেলে। ৫০ বছর বয়সী ডেনিয়েল ও ৪৮ বছর বয়সী র‌্যাচেলের প্রেম শুরু হয় ২০১০ সালে। এরপর ২০১১ সালে বিয়ে করেন তারা। তবে এই দম্পতি এখনো নবজাতক কন্যার নাম প্রকাশ করেননি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে