logo
রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ০৩ জুন ২০২০, ০০:০০  

করোনায় আরেক চিকিৎসকের মৃতু্য

করোনায় আরেক চিকিৎসকের মৃতু্য
মনজুর রশিদ চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মনজুর রশিদ চৌধুরী নামে আরেক চিকিৎসক। মনজুর রশিদ চৌধুরী ২০১৭ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অবসরে যান। মঙ্গলবার ঢামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আমানুর রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনজুর রশিদ চৌধুরী ২০১৭ সালে ঢামেক হাসপাতাল থেকে অবসরে যান। মৃতু্যর আগে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃতু্য হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (বিএমএ) ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জানান, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ চিকিৎসকের মৃতু্য হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে