মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অফিসেই বিয়ে দুই কর্মকর্তার

যাযাদি ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
অফিসেই বিয়ে দুই কর্মকর্তার
তুষার ও সানা দম্পতি

দুজনই বড় সরকারি কর্মকর্তা। একজন পুলিশে অন্যজন প্রশাসনে। সারাদিনই ব্যস্ত, কাজের ব্যাপক চাপ। ছুটি নেওয়াও মুশকিল। ব্যস্ততার কারণেই বিয়ের জন্য বেছে নিয়েছেন ভ্যালেন্টাইনস ডে-কে। ছুটির অভাবে তাও আবার বিয়ে সারলেন অফিসেই।

ভ্যালেন্টাইন্স ডে-তে অফিসেই বিয়ের কান্ডটি ঘটেছে ভারতের উলুবেড়িয়ায়। বিয়ের বর হলেন- উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা। পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা। পরিচয়ের শুরু থেকেই তুষার-সানা প্রেম করছেন। অবশেষে চার হাত এক হলো ভালোবাসা দিবসেই। অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার। বিয়ের ছবিতে দু'জনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। নবদম্পতিকে আশীর্বাদও করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে