মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চীন থেকে সাড়ে ৬ লাখের বেশি গাড়ি তুলে নেবে মার্সিডিজ

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২০, ০০:০০
চীন থেকে সাড়ে ৬ লাখের বেশি গাড়ি তুলে নেবে মার্সিডিজ

চীন থেকে সাড়ে ছয় লাখের মতো গাড়ি তুলে নিচ্ছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। চলতি বছরের শেষেরদিকে গাড়িগুলো তুলে নেওয়া হবে। মূলত তেল লিক হওয়ার কারণে এই গাড়িগুলোকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রতিবেদন বলছে, মার্সিডিজের বেশকিছু মডেলে (বিশেষ করে সি-ক্লাস, ই-ক্লাস, ভি-ক্লাস, জিএলকে-ক্লাস, সিএলএস-ক্লাস, সিএলসি-ক্লাস, জিএলসি এসইউভি, ভিএস২০ ভিটো) এই সমস্যা পাওয়া গিয়েছে। মার্সিডিজ জানিয়েছে, গাড়ির হাই প্রেসার ফুয়েল পাম্প এবং লো প্রেসার ফুয়েল পাম্পের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে। আর সেই কারণে লো প্রেসার ফুয়েল পাম্প ঠিকমত কাজ করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে