মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা নববর্ষ পালন করতে হবে :কৃষিমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা নববর্ষ পালন করতে হবে :কৃষিমন্ত্রী
সোমবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা নববর্ষ পালন করতে হবে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগে গ্রামে নববর্ষ পালন করা হতো। গ্রামে তখন হালখাতার মাধ্যমে নববর্ষের সূচনা হতো এবং সবাই উৎসবে মেতে উঠত। আস্তে আস্তে এই উৎসবের আনুষ্ঠানিকতা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে। এখন গ্রাম বাংলার সবাই পারিবারিকভাবে নববর্ষ পালন করছে।

মন্ত্রী বলেন, আমাদের এই উৎসবকে পাকিস্তানিরা ভালোভাবে দেখত না। বাঙালির চেতনা বাংলা নববর্ষ উদ্‌যাপনে বাধা দেয়া হতো। এমনকি পহেলা বৈশাখের ছুটিও তারা তুলে দেয়।

তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নববর্ষের চেতনা আমাদের স্বাধীনতার চেতনার সঙ্গে মিশে আছে। এখানে ধর্মীয় বিষয়াদির সঙ্গে বর্ষবরণকে জড়ানো ঠিক নয়। এই উৎসব সবার। ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণ সমাজ দারুণভাবে এগিয়ে আসছে। তারা বাঁশের বাঁশি বাজিয়ে নববর্ষ পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখছে। এটাই বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্য। নতুন বছরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোছাম্মৎ নাজমানারা খানুম বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে