মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফখরুল আলমকে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ

  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০
ফখরুল আলমকে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ
এম. ফখরুল আলম

এম. ফখরুল আলম ৮ অক্টোবর আরেক মেয়াদে ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে দায়িত্ব পালন করার আগে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ফখরুল আলম ২০১৬ সালের ৮ অক্টোবর প্রথম ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আলম ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে আই এফ আই সি ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেডসহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ৩৬ বছরের কর্মজীবনে তিনি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট, ট্রেজারি ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এম ফখরুল আলম দেশ ও বিদেশে অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে