মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

'ব্যাংকিং বুথ' এখন থেকে 'উপশাখা'

যাযাদি রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
'ব্যাংকিং বুথ' এখন থেকে 'উপশাখা'

মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের ব্যাংকিং সেবায় যুক্ত হয়েছিল 'ব্যাংকিং বুথ'। সেই 'ব্যাংকিং বুথ'ই এখন 'উপশাখা' নামে পরিচিতি পাবে। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর জারি করা 'ব্যাংকসমূহের ব্যবসা কেন্দ্র স্থাপন-সংক্রান্ত' সার্কুলারে বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেটের মাধ্যমে অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে 'ব্যাংকিং বুথ' অন্তভুক্ত করা হয়।

'ব্যাংকিং বুথ' এর কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের নিকট অধিকতর স্পষ্ট করার প্রয়াসে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, 'ব্যাংকিং বুথ' নামের ব্যবসা কেন্দ্রসমূহ 'উপশাখা' নামে পরিগণিত হবে।

'এ প্রেক্ষিতে উক্ত সার্কুলারে উলিস্নখিত 'ব্যাংকিং বুথ' শব্দগুচ্ছ এবং ''ব্যাংকিং বুথ'' বোঝাতে ব্যবহৃত সকল শব্দ/শব্দগুচ্ছ ''উপশাখা'' শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে।'

এছাড়া ওই সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে উলেস্নখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে