বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি দেশলাই কাঠি

নিশাত ফাতেমা
  ২৮ মে ২০২৫, ০৯:৫১
একটি দেশলাই কাঠি
দেশলাই কাঠি

জেগে ওঠো হে বৃৃক্ষরা,জেগে ওঠো

তোমার মৌন্যতায় শকুনেরা পায় সাহস।

1

ঘাড় মটকে দিতে চায়, ফিরিয়ে নিতে চায়—

মাৎস্যন্যয়ের ঘন জঙ্গলে!

তোমরা কি চাও বেড়াজালে আটকাতে ?

কেন এত দ্বিধা?

তাড়াও কাগুজে মিস্তিকে।

জেনে রাখো—এ অরণ্যে তোমাদের সন্তানের ভবিষ্যৎ রুদ্ধ।

এই অরণ্য শিমুল, সেগুনদের

পরগাছা লতাপাতা আগাছার নয়।

বিদ্রোহীর চেতনায় জ্বলে।

সবলের শাসন বারুদের উপর টিকে আছে—

প্রয়োজন শুধু একটি দেশলাই কাঠি!

অকাতরে জীবন দিয়েছে যারা,

তাদের জাগরণেই ইতিহাস বদলায়।

আবারও জেগে ওঠো বৃক্ষরা, গর্জে ওঠো—

তছনছ করে দাও দুরাচারী ফাঁদ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে