রাজধানীর বনানীতে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ। গ্যাস লাইনে জরুরি প্রতিস্থাপনের জন্য বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইন বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে- গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ২৩ আগস্ট, (বুধবার) দুপুর ০২ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মোট ৪ (চার) ঘণ্টা বনানী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
যাযাদি/ এসএম