সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

খেলাধুলা করেই বড় হয়েছি : মৌসুমী হামিদ

বিনোদন রিপোর্ট
  ১১ মে ২০২৫, ১১:০১
খেলাধুলা করেই বড় হয়েছি : মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

গত ৫ মে থেকে শুরু হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় খেলা চলছে।

যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। খেলা চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।

অভিনেত্রী বলেন, খেলাধুলার অভ্যাস ছোটবেলা থেকেই আছে। স্কুলে কলেজে খেলেছি। আমার আব্বু ন্যাশনাল টিমে ভলিবল খেলেছে। বাংলাদেশ আর্মির হয়ে ভলিবল খেলেছে। সো খেলাধুলাটা আসলে ফ্যামিলে থেকেই পেয়েছি।

মৌসুমী হামিদ আরও বলেন, ছোটবেলা থেকে মফস্বলে বড় হয়েছি, খেলাধুলা করেই বড় হয়েছি। স্পোর্টস এটা আসলে ফ্যামিলগত ভাবেই পেয়েছি আমরা।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে